সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দুদকজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এএম কামরুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ নভেম্বর) মামলাটি দায়ের হয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলায় নাসিমার বিরুদ্ধে ৫৬ লাখ ২৪ হাজার ৪৯২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ মামলার বাদী। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলাটি দায়ের হয়।