পদোন্নতি পাচ্ছেন নিম্ন আদালতের ৬৫০ বিচারক

সুপ্রিম কোর্ট

নিম্ন আদালতের ৬৫০ জন বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে নিম্ন আদালতের দুজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের  পদোন্নতি কিছু দিনের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রাখারও সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস কর্নারে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটির ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তা নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এই ফুলকোর্ট সভার সভাপতিত্ব করেন।