সেলিম প্রধান সাত দিনের রিমান্ডে

সেলিম প্রধান

অবৈধ সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে সাত দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়। পরে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

গত ১৩ নভেম্বর দুদকের মামলায় তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ অক্টোবর সেলিম প্রধানের বিরুদ্ধে ১২ কোটি ২৭ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়— আয়কর নথিতে তার এই সম্পদের বৈধ কোনও উৎস নেই। এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর তাকে বিমানবন্দর থেকে আটকের সময় যেসব চেক পাওয়া গেছে, তাতে বিদেশে অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি বিদেশে যদি কোনও সম্পদ থেকে থাকে, পরবর্তীতে চার্জশিটে তা আনা হবে বলেও জানিয়েছে দুদক।