বিমানের নতুন ড্রিমলাইনার যাবে ম্যানচেস্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সনতুন দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার জন্য অক্টোবরে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজ দুটির মাধ্যমে  আগামী ৫ জানুয়ারি থেকে ইউরোপীয় গন্তব্য ম্যানচেস্টার ও হিথ্রো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। রবিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান, দুবাইয়ে অনুষ্ঠিতব্য এয়ার শোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেনা একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ১৭ থেকে ২১ নভেম্বর প্রদর্শিত হবে। এই উড়োজাহাজ তিন শ্রেণির স্ট্যান্ডার্ড কনফিগারেশনে ২৯৮ জন যাত্রী বহন এবং একটানা সাত হাজার ৫৩০ নটিক্যাল মাইল উড়তে পারে। পুরনো উড়োজাহাজের তুলনায় এটিতে ২৫ শতাংশ পর্যন্ত জ্বালানি খরচও কম।