ট্রাফিক আইন শেখালেন মেয়র ও ইলিয়াস কাঞ্চন (ভিডিও)


রাজধানীর মোহাম্মদপুরে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে চালু হলো ‘পুশ বাটন’ ট্রাফিক সিগন্যাল। পথচারী পারাপারের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সিগন্যাল পয়েন্টে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন নতুন ট্রাফিক সিস্টেম বুঝিয়ে দিতে ভূমিকা রাখেন। এ সময় নানান রকমের লিফলেট বিতরণ করেছেন তারা।

বাংলা ও ইংরেজিতে লেখা দুই ধরনের লিফলেট দেওয়া হয় চালকদের। এছাড়া ট্রাফিক আইন ও দণ্ডগুলো জানাতে ছিল আরেক ধরনের লিফলেট।

মেয়র জানান, পুশ বাটন ট্রাফিক সিগন্যালটি পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। ডিএনসিসি পর্যায়ক্রমে আরও ২১ সেট সিগন্যাল স্থাপন করবে।
ভিডিও প্রতিবেদন: সাজ্জাদ হোসেন, ধারাবর্ণনা: নুসরাত টিসা, সম্পাদনা: মুন্না