দেশ টিভির পরিচালক আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন (দুদক)বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির পরিচালক আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার (১৮ নভেম্বর) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ সুপারকে (ইমিগ্রেশন) এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
আরিফ হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন দুদকের সহকারী পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) মো. শফি উল্লাহ।
এই চিঠিতে বলা হয়েছে, ‘দেশ টিভির পরিচালক আরিফ হাসানের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টাকা আদায় করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি দেশত্যাগ করে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এ অবস্থায় তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান ব্যাহত হবে। অতএব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’

হাসান আরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।