কমলাপুর আইসিডিতে দুদকের অভিযান

দুদকআমদানি করা পণ্য খালাসে অনিয়মের অভিযোগে রাজধানীর কমলাপুরে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগে পেয়ে বুধবার (২০ নভেম্বর) এই অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

দুদক জানায়, এনফোর্সমেন্ট টিমের অভিযানের সময় আমদানি করা পণ্য খালাসে অনিয়মের  তথ্য সংগ্রহ করা হয়। অধিকতর যাচাইয়ের উদ্দেশ্যে দুদক টিম গত ১৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আমদানি করা পণ্য খালাসের তালিকা সংগ্রহের জন্য চাহিদাপত্র দেয়। তথ্য পাওয়ার পর বিষয়টি নিয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

এদিকে, হয়রানি ও অনিয়মের অভিযোগে মাদারিপুর পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদকের সমিন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম। একই টিম মাদারীপুরের আসমত আলী খান সেতু থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে আরও একটি অভিযান চালানো হয়।

এছাড়া বরগুনার আমতলী উপজেলায় ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা দিতেও  অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানির অভিযোগে এবং বগুড়ার সোনাতলায় মাতৃত্বকালীন সেবা কার্ড বিতরণের জন্য উপকারভোগীদের কাছ থেকে অবৈধ অর্থ দাবির অভিযোগে দু’টি অভিযান চালায় দুদক।