X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলা ফিরেছে ট্রেনে, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ১২:০২আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১২:৩২

আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা। তাই পরিবার ও আত্মীয়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাড়ি করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা। এ জন্য ঈদযাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সংখ্যা বেড়েছে। বাড়তি কোনও ভিড় বা তাড়াহুড়ো ছিল না স্টেশনে। 

এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় যাত্রীরা টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করছেন। তাই বিনা টিকিটে যাত্রী-প্রবেশ ঠেকাতে কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (৭ এপ্রিল) সকালে স্টেশন ঘুরে দেখা যায়, দুই দফা টিকিট পরীক্ষা করার পর যাত্রীদের মূল প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে।

যাত্রীদের কেউ অনলাইন থেকে কাগজে টিকিট প্রিন্ট করে নিয়ে এসেছেন, কেউবা মোবাইলেই টিকিটের ছবি দেখাচ্ছেন রেল কর্মীদের। টিকিটে থাকা নাম ও জাতীয় পরিচয়পত্র মিলিয়ে নিশ্চিত হয়েই যাত্রীদের ভেতরে যেতে দিচ্ছেন তারা। কারও কাছে টিকিট না থাকলে তাকে ফেরত পাঠানো হচ্ছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশনে দাঁড়িয়ে বিষয়টি তদারকি করছেন।

বিনা টিকিটে যাত্রী-প্রবেশ ঠেকাতে কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ

আজ অধিকাংশ যাত্রী নির্ধারিত সময়ের আগেই স্টেশনের প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছিলেন। প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীদের কোনও ভিড় না থাকায় নিজের আসন নিয়ে কোনও চিন্তা নেই বলে জানান যাত্রীরা। সবাই নির্বিঘ্নে ট্রেনে প্রবেশ করে আসন গ্রহণ করছেন।

জানতে চাইলে রেলের এই ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করে যাত্রীরা বলেন, রেল যদি সব সময় এমন সেবা দেয়, তাহলে টিকিটবিহীন যাত্রী কমে যাবে। এতে যাত্রাপথ হবে ঝামেলামুক্ত। ট্রেনে চড়তে আগ্রহ বাড়বে সবার।

বিকালের ট্রেনগুলোয় যাত্রীর চাপ বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ

তবে ট্রেন ছাড়তে একটু বিলম্ব হচ্ছে জানিয়ে যাত্রীরা বলেন, দেরিতে ট্রেন ছাড়ার বিষয়টা আগের চেয়ে অনেক কমেছে। আশা করছি টিকিটের সমস্যার মতো এই সমস্যাও দূর হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৪টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরি করা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আজ ঠিক সময়ে সকাল ৬টায় ঢাকা স্টেশন ছেড়েছে।

রবিবার বিকালের শিডিউলের ট্রেনগুলোয় হয়তো যাত্রীর চাপ বাড়তে পারে বলে ধারণা করছে রেল কর্তৃপক্ষ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ