আগাম নির্বাচন চায় বেশিরভাগ মানুষ

jorip-next-election-copyআগামী নির্বাচন কখন হওয়া উচিত? গত বছরের ২৮-৩১ ডিসেম্বর ঢাকা ট্রিবিউনের পক্ষে সামাজিক ও বাজার গবেষণা সংস্থা আইআরসি লিমিটেড পরিচালিত জরিপে এমন প্রশ্নের উত্তরে ৪৯ শতাংশ মানুষ বলেছেন নির্ধারিত সময়ের আগেই নির্বাচন হওয়া উচিত। যথাসময়ে নির্বাচনের পক্ষে আছেন ৪৭ শতাংশ জনগণ।

৬০০ মানুষের ওপর পরিচালিত ওই টেলিফোন-জরিপে আরও জানা গেল, ৫ শতাংশ মানুষ চান আগামী এক বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ২ থেকে ৩ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিৎ বলে জানিয়েছেন ৮ দশমিক ৯ শতাংশ মানুষ।

এ প্রশ্নের উত্তরে কোনও ধারণা নেই বলে জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ২ দশমিক ৯ শতাংশ অংশগ্রহণকারী। আর উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছেন ১ শতাংশ।

এদিকে, ৬ মাস আগে একই প্রতিষ্ঠানের চালানো জরিপে দেখা গিয়েছিল, ৫৩ শতাংশ জনগণ চায় বর্তমান সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করুক। তখন জরিপে অংশ নেওয়া ২৫ শতাংশ জানিয়েছিল, তারা এক বছরের মধ্যেই নির্বাচন দেখতে চায়। ছয় মাস পর আগাম নির্বাচনের পাল্লা ভারি হয়েছে এবং বিপরীতে কমেছে নির্ধারিত সময়ে নির্বাচন প্রত্যাশীর সংখ্যা।