অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন নিয়ে করা রিটের রায় ৫ ডিসেম্বর

হাইকোর্টনিকট আত্মীয় ছাড়া অন্য কাউকে অঙ্গ-প্রত্যঙ্গ দান করার সুযোগ না রাখায় এ-সংক্রান্ত আইনের প্রসার বাড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই রিটের ওপর জারি করা রুলের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও মো. শাহীনুজ্জামান শাহীন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ আগস্ট এই রিটের শুনানি শেষে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের ৩টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। মানবদেহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯-এর এই তিনটি ধারা হলো ২ (গ), ৩ ও ৬।
এছাড়া ১৯৯৯ সালের আইনের কয়েকটি বিধি প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এসব রুলের জবাব দিতে বলা হয়েছিল।