উন্নত বাংলাদেশ উপহার দিতেই দুর্নীতিবিরোধী অভিযান: ধর্ম প্রতিমন্ত্রী

চলমান দুর্নীতিবিরোধী অভিযান সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অভিযান সফল করতে তরুণ, যুবক, ছাত্র-শিক্ষক নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মেলন কক্ষে বিজনেস ফ্যাকল্টি আয়োজিত বিজনেস বাজ সেশন-২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রীআরও বলেন, বঙ্গবন্ধু তার জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। রাজনৈতিক দূরদর্শিতা, সততা, নিষ্ঠা, আর আত্মত্যাগ ছিল বঙ্গবন্ধুর চরিত্রের বৈশিষ্ট্য। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার শপথ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য ড. মকবুল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার এ এফ এম গোলাম হোসাইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির সহযোগী ডিন ড. ফারজানা আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ খান মিরাজ প্রমুখ।

পরে ধর্ম প্রতিমন্ত্রীকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।