আত্মগোপনের ৩ বছর পর জুলহাস প্যাদা গ্রেফতার

333রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জুলহাস প্যাদাকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বুধবার (২০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সায়েদাবাদ জনপথ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে তিন বছর ধরে আত্মগোপনে ছিল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ত্রাসী জুলহাস প্যাদা মেহেন্দীগঞ্জ উপজেলার লাল মিয়া প্যাদার ছেলে। সে ২০১৫ সালের ১৮ মার্চ মেহেন্দীগঞ্জের মো. সুজন কাজীকে খুন করে। পরে তার নামে হত্যা মামলা দায়ের হলে সে আত্মগোপনে চলে যায়। গত তিন বছর ধরে সে ঢাকায় অবস্থান করছিল।
র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, সন্ত্রাসী জুলহাসের নামে বরিশালের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, চুরিসহ অস্ত্রের ৬টি মামলা রয়েছে। এছাড়াও ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। পরোয়ানাভুক্ত এই আসামিকে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।