জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) বাংলা ট্রিবিউনের কাছে খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সগীর হোসেন লিওন ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এই আশাবাদ ব্যক্ত করেন।
জয়নুল আবেদীন বলেন, ‘খালেদা জিয়া এতই অসুস্থ যে, তার অ্যাডভান্স চিকিৎসা দরকার। তাই মানবিক কারণে তিনি জামিন পাবেন— এই গ্রাউন্ডে আমরা জামিনের প্রার্থনা করেছি। দেশে ন্যায়বিচার থাকলে আমরা মনে করি, তিনি অবশ্যই জামিন পাবেন।’
সগীর হোসেন লিওন বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্ট খারিজ করেছিল। তাই সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করা হয়। পরবর্তীতে আমরা আরও কিছু নথি ওই আপিল আবেদনের সঙ্গে জমা দিয়েছি।’
গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর ড. মো. আকতারুজ্জামান। রায়ে খালেদা জিয়া ছাড়া অন্য তিন আসামিকেও সাত বছর করে কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করলে গত ৩০ এপ্রিল তা শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।
পরে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল বিভাগে আবেদন জানান।
একেএম এহসানুর রহমান বলেন, ‘আজ বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় খালেদা জিয়ার আবেদনটি ৮ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনটির শুনানি হবে। আশা রাখছি, তিনি আপিল বিভাগে জামিন পাবেন।’