‘দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের কাজ চলছে’

01

বিমানবন্দর যেকোনও দেশের প্রবেশদ্বার বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে সরকার কাজ করছে।’  বৃহস্পতিবার  (২৮ নভেম্বর) চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও নির্দেশনায় দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশ কিছু মেগা প্রজেক্ট চলমান রয়েছে। ৫ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে শাহ আমানাত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে শক্তিশালীকরণ ও এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ পুরো দমে এগিয়ে চলছে। আমরা অচিরেই হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ৩য় টার্মিনালের কাজ শুরু করবো, যা নির্মাণে মোট ব্যয় হবে ২১ হাজার ৩ শত ৯৯ কোটি টাকা। এই টার্মিনালের কাজ সম্পন্ন হওয়ার পর ৩ লাখ ৩০ হাজার বর্গ মিটার আয়তন, ২০টি বোর্ডিং ব্রিজ, ২১টি কনভেয়র বেল্ট ও ১৭৭ টি চেক ইন কাউন্টার নিয়ে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে মোট ২০ মিলিয়ন যাত্রীকে সেবা দিতে পারবে।’

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৭ শত ৬০ কোটি টাকা ব্যয়ে নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে শক্তিশালীকরণ প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।’ ৫ হাজার ১ শত ৭৯ কোটি টাকা ব্যয়ে এখানে নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ের দৈর্ঘ্য ৯০০০ ফুট থেকে বাড়িয়ে ১২০০০ ফুট করার প্রকল্প চলমান রয়েছে বলেও তিনি জানান।