ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া (ভিডিও)

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী সংস্থার কর্মকাণ্ড দেখা যায়। পাশাপাশি ব্যক্তিগত পর্যায় থেকে সচেতনতা বেশি জরুরি। তাই এ বিষয়ে আয়োজন করা হলো মহড়া। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বৈশাখী মাঠে এতে অংশ নেয় দমকল বাহিনী ও সাধারণ মানুষ। 
মহড়ায় ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বস্তি বা ঘন জনবসতিপূর্ণ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে এর আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেভ দ্য চিলড্রেন এবং মানবিক সাহায্য সংস্থা। 
ভিডিও প্রতিবেদন: সাজ্জাদ হোসেন, সম্পাদনায় মুন্না