মাদক মামলায় লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র

রিমান্ডে নেওয়ার সময় বিসিবি পরিচালক ও মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া। (ফাইল ছবি)

মাদক মামলায় ক্রিকেট বোর্ডের পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে এ অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। এরপর বিচারক অভিযোগপত্রটি আমলে নেন। একইসঙ্গে  সিএমএম আদালতে মামলার নথি পাঠানোরও আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এ অভিযোগপত্রটি আদালতের জিআর শাখায় জমা দেন। 

আদালতের সংশ্লিষ্ট  সূত্র এসব তথ্য  জানায়।

এ মামলায় গত ২৭ ও ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর লোকমানের তিন দফায় দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে রাজধানী তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‌্যাব। এসময় তার রুম থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় র‌্যাব-২ এর পুলিশ পরিদর্শক মো. জায়েদুর রহমান তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।