আইনজীবী কায়সার কামাল গ্রেফতার প্রতারণা মামলায়

ব্যারিস্টার কায়সার কামাল (সংগৃহীত ছবি)প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ও খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলাবাগান থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পান্থপথ এলাকার স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, “খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামালের বিরুদ্ধে ব্যারিস্টার আতিকুর রহমান বাদী হয়ে থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। তবে রাতেই কায়সার কামালকে গ্রেফতার দেখিয়ে আতিকুরের স্ত্রীকে ছেড়ে দেয় পুলিশ।’
তিনি বলেন, ‘মামলায় অভিযোগ করা হয়, ব্যারিস্টার আতিকুর রহমানের অনুমতি ছাড়া তার স্ত্রীর সঙ্গে আইনজীবী কায়সার কামাল যোগাযোগ রাখতেন এবং গাড়িতে নিয়ে ঘোরাঘুরি করতেন। এক পর্যায় তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এতে মামলার বাদী আতিকুরে ‘মৌন ক্ষতি’ ও ‘সংসারের ক্ষতিসাধন’ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় কায়সার কামালের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়।”
তিনি বলেন, আসামি গ্রেফতার হওয়ার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাস্তায় কথা কাটাকাটি: কলাবাগান থানায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক