অপহরণের ৪ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩

র‌্যাবের হাতে গ্রেফতার তিন অপহরণকারীগাজীপুর থেকে অপহরণের চার দিন পর শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে (১৫) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় জড়িত তিনজন গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার তিনজন হলো মো. আলী হোসেন (৪৪), মো. সোলায়মান (৩৬) ও মো. শামীম (২২)।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করেছিল এই তিনজন। এ ঘটনায় দায়ের মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালায় র‌্যাব-৪।
এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেফতার আসামিরা পরিকল্পনা অনুযায়ী ওই কিশোরীকে ৩ ডিসেম্বর বিকালে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে অপহরণ করে। তারা তাকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে আশুলিয়া এলাকায় একটি বাড়ির কক্ষে আটকে রাখে। কিশোরীকে আলী হোসেন নানা ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।
র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার কিশোরীর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।