জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা গোলাম আযমকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টদুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা চার মামলায় জনতা ব্যাংকের পটুয়াখালীর নতুনবাজার শাখার সাবেক ম্যানেজার গোলাম আযমকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তার করা জামিন আবেদন খারিজ করে বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে গোলাম আযমের পক্ষে শুনানি করেন আইনজীবী সুব্রত চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গোলাম আযমের বিরুদ্ধে ২০০৮ সাল থেকে ২০১২ সালের ২২ অক্টোবর পর্যন্ত ২৪৪ জনের ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ও তাদের চাকরিজীবী দেখিয়ে ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা ঋণ তুলে আত্মসাতের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় একটি মামলা করে দুদক। এছাড়া ভুয়া ভাউচারের মাধ্যমে আরও ২৪ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা করে দুদক।
এই চার মামলায় গোলাম আযম হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তা খারিজ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন।