লাল-সবুজের ঢাকা (ফটোস্টোরি)

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দিনে মুক্তিকামী জনতার কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী।

দিবসটি উপলক্ষে লাল-সবুজে সেজেছে রাজধানী। নগরীর সব সরকারি স্থাপনা এখন ঝলমলে। বিভিন্ন স্থাপনা, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। আলোর ঝলকানিতে পুরো ঢাকা হয়ে উঠেছে বর্ণিল।

সন্ধ্যার পর থেকেই রঙ-বেরঙের আলোকচ্ছ্বটায় ঝলমলিয়ে ওঠে নগরী। রক্তবর্ণ আর শ্যামল সবুজের আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি হয়েছে উজ্জ্বল পতাকা।

রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ভবনই লাল-সবুজ রূপ ধারণ করেছে। খামারবাড়ি, সেচভবন, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, পাসপোর্ট অফিস, সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন ভবনে নৃত্যের ভঙ্গিতে নাচছে নানা রঙের ঝিলিক বাতি।