‘আবেদ ভাই শিক্ষার সমতা ও মানোন্নয়ন নিয়ে বেশি ভাবতেন’

ইরাম মারিয়ামবেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সদ্যপ্রয়াত প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বৈষম্য দূর করে সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনালের নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম। তিনি বলেন,   ‘আবেদ ভাই শিক্ষাক্ষেত্রে সমতা ও মানোন্নয়ন নিয়ে অনেক বেশি ভাবতেন।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষার অগ্রযাত্রায় স্যার আবেদের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

স্যার আবেদের শিশুশিক্ষা নিয়ে ভাবনা প্রসঙ্গে ইরাম মারিয়াম বলেন, ‘তিনি ভাবতেন, শিক্ষাবঞ্চিত কিংবা মানসম্পন্ন শিক্ষা পৌঁছাচ্ছে না, এ ধরনের শিশুদের কাছে কীভাবে এমন একটা শিক্ষা পৌঁছে দেওয়া যায়, যাতে সচ্ছল ব্যক্তির সমকক্ষ হতে পারে সে। শিক্ষার কাছে পৌঁছাতে পারছে না এবং সচ্ছল ব্যক্তি উভয়কেই এগিয়ে নিয়ে যাওয়া ছিল তার দর্শন। সেজন্য তিনি আমাদের বলতেন, “শিক্ষার মান আর শিক্ষার সমতা নিয়ে কাজ করতে হবে। পৃথিবীর যেকোনও প্রান্তে এমন কোনও ব্যক্তি যদি থাকতেন, যিনি গণিতে খুবই ভালো, যিনি মাতৃভাষা শেখাতে পারদর্শী, যিনি সমাজশিক্ষায় খুবই ভালো–তাদের আমরা আনতে পারবো।” তিনি বলতেন, “কারিকুলাম যারা করেন তারা কিন্তু শিশুদের চিন্তা করতে শেখায়। তারা কিন্তু শিশুদের স্বপ্ন দেখাতে শেখায়। কারিকুলামের ওপর তিনি বেশ জোর দিতেন।” ’ 

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ইউল্যাবের সহযোগিতায় আজকের বৈঠকি অনুষ্ঠিত হয়।