শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার

উদ্ধার করা সোনাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৬৪ কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এসব সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার অভিযান প্রসঙ্গে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন বলেন, ‘বিমানবন্দরের আমদানিকৃত কার্গো থেকে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের ৬৪০টি সোনার বার আটক করা হয়েছে। এর ওজন ৬৪ কেজি। গোপন সংবাদ পেয়ে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালিয়ে এই সোনা উদ্ধার করে।’

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় কাঠের চারটি ক্যারেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে লুকানো সোনার বার পাওয়া যায়। এই কাঠের একটি ক্যারেট গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৫ ফ্লাইটে ঢাকায় আসে। বাকি তিনটি ক্যারেট ২৮ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৫ ফ্লাইটের মাধ্যমে আসে।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রকৃত আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।