অগ্নি দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

অগ্নি দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি অন্য সময়ের চেয়ে বেশি থাকে। এ সময় প্রকৃতি শুষ্ক থাকায় গাছ-পালাসহ সকল দাহ্যবস্তু রসহীন হয়ে শুকিয়ে যায়। ফলে অনাকাঙ্ক্ষিত আগুন লাগার ঝুঁকিও বেড়ে যায়। তাই দেশের সব প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আগুনের  ঝুঁকি কমানো সম্ভব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে। অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকদের সচেতন থাকার অনুরোধ জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। দেশের সব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে আইন অনুযায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে কিনা, সেগুলো নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করে উপযোগী রাখা হয়েছে কিনা এবং দুর্ঘটনার সময় সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষিত লোকবল আছে কিনা তা এখনই নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।