দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিলের দাবি

নদীবন্দরে প্রবেশ ফি বাতিলের দাবিতে মানববন্ধন

সদরঘাটসহ দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিলসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে লঞ্চযাত্রী ঐক্য পরিষদ। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরঘাটসহ সারাদেশের সব নদীবন্দরে যাত্রী হয়রানি এখনও বন্ধ হয়নি। এছাড়া, ঘাটগুলোতে কুলি নামের চাঁদাবাজরা সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত হয়রানি করছে। এই বিষয়গুলো বিআইডব্লিউটিএ'র নজরে আসছে না। অন্যদিকে, তারা ঘাটে প্রবেশ ফি দ্বিগুণ করেছে। যেটা যাত্রীদের জন্য অমানবিক।

বক্তারা দাবি জানান,দ্রুত দেশের সব নদীবন্দরে প্রবেশ ফি বাতিল করতে হবে। ঘাটগুলোর ইজারা প্রথা বাতিল করতে হবে এবং কুলিদের হয়রানি বন্ধ করতে হবে।

মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আরিফা আক্তার পিংকিসহ কর্মীরা উপস্থিত ছিলেন।