সেনা সহায়তায় চালু হলো ‘হ্যাপি হিল প্যারা স্কুল’

৩৩

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বান্দরবানের ‘হ্যাপি হিল প্যারা স্কুল’। স্কুলটি ২০০৬ সালে ক্রিশ্চিয়ান কমিশন ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) প্রতিষ্ঠা করেছিল। কিন্তু অবকাঠামো ও অর্থায়নের সমস্যার কারণে স্কুলটি ২০১৬ সালে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বান্দরবান জেলার রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর জানান, সেনাবাহিনীর সহায়তায় আবারও স্কুলটি চালু করা হয়েছে।

২২২২

স্থানীয় সেনা জোন থেকে শিক্ষার্থীদের জন্য ১০ সেট টেবিল ও বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, বই, খাতা এবং শুকনো খাবার সরবরাহ করা হয়।

সরকারের শিক্ষা প্রসারের কার্যক্রমকে আরও গতিশীল করতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীও নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম আকবর।