শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে প্রতিবাদী বাউল আসর

বাউল আসরবাউল গানের আসরের মাধ্যমে শরিয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। বুধবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক শফি উদ্দিন, সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, উদীচীর সহসাধারণ সম্পাদক সংগীতা ইমাম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনান্দ জয়ন্ত, আকরামুল হক ও প্রকাশক রবিন আহসান প্রমুখ।

সংগীতা ইমাম বলেন, ‘‘শরিয়ত বয়াতি যে গানটি গেয়েছিলেন, ‘কোরআনে গান-বাজনা হারাম কিনা।’ এই গানটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। কিন্তু, এ গানটির জন্য শরিয়ত বয়াতিকে কারাবরণ করতে হচ্ছে। এই গানটি আশির দশকের গান। ‘নয়ন মণি’ নামের একটি জনপ্রিয় ছায়াছবি ছিল। সে ছায়াছবিতে এই গানটি ছিল। তখন তো কেউ বলেনি যে এটা হারাম, কাউকে এর জন্য গ্রেফতারও করা হয়নি। তাহলে আজ কেন শরিয়ত বয়াতিকে গ্রেফতার করা হলো। ডিজিটাল নিরাপত্তা আইন, কার নিরাপত্তা দিচ্ছে? আমরা মনে করি শরিয়ত বয়াতির সঙ্গে অন্যায় করা হয়েছে। অবিলম্বের তার মুক্তি দাবি করছি।’’