দাবি না মানা পর্যন্ত অনশনে থাকার ঘোষণা ঢাবি শিক্ষার্থীদের

স্বরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে অনশনে বসেন প্রায় ৫০ শিক্ষার্থী। পরে তাদের দাবির বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

BT New Temp - nazrul

আন্দোলনের নেতৃত্বে থাকা জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে আমাদের স্পষ্ট করে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয় জানানো পর্যন্ত আমাদের অনশন চলবে৷ রাজুতে আমাদের দাবির সঙ্গে অনেকে সংহতি জানাচ্ছেন৷ এখন পর্যন্ত আমাদের অনেক শিক্ষার্থী অনশনে রয়েছে৷ রাতেও তারা সেখানে অবস্থান করবেন৷’

স্বরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা৷ প্রথমে ডাকসুর পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়েছে৷ পরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন৷ সবশেষ তারা দুই দফায় কিছু সময়ের জন্য শাহবাগের চার রাস্তার মোড় অবরোধ করে আন্দোলন করেছেন৷ পরে নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷ এরপরই শিক্ষার্থীরা নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন৷ কর্মসূচি পালন করতে গেলে তারা শাহবাগে পুলিশি বাঁধার সম্মুখীন হন৷

নির্বাচন কমিশন থেকে তারিখ পরিবর্তনের কোনও ঘোষণা আসায় বৃহস্পতিবার থেকে আমরণ অনশনে যান কিছু শিক্ষার্থী৷ অনশনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী৷ এদের মধ্যে জগন্নাথ হলের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে৷ তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, টিএসসি ভিত্তিক বিভিন্ন সংগঠন এবং ডাকসুর প্রতিনিধিরা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছেন৷