সাউন্ড সিস্টেম ব্যবহার করে হলেও শ্রেণিকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ

4c5a291dfe6d33a031ed8d2b0a41eaa7-59e6043774783যেসব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত পরিবেশন করানোর মতো সুযোগ নেই, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।
অধিদফতরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৩) আনোরুল আউয়াল খানের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) অ্যাসেম্বলি আয়োজন করার নির্দেশনা রয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেম্বলি করা নিতান্তই অসম্ভব, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কেন্দ্রীয়ভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করে শ্রেণি কার্যক্রম শুরুর আগে সব শ্রেণিকক্ষে একযোগে জাতীয় সংগীত পরিবেশন এবং তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।