সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশনরত ১৩ শিক্ষার্থী অসুস্থ

অনশনরত শিক্ষার্থীরাদুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত আরও চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে মোট ১৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস। তিনি বলেন, ‘আমি উঠে বসতে পারছি না। আমাদের অনশনের প্রায় ৪৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এখনও কোনও ধরনের আশ্বাস পাইনি। নির্বাচন কমিশন আমাদের কোনও আশ্বাস দেয়নি। আমাদের এ অহিংস আন্দোলন   নির্বাচনের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত চলবে।’

অনশনের তৃতীয় দিনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে অনশন করতে দেখা গেছে। তাদের মধ্যে অনেকের হাতে স্যালাইন লাগানো রয়েছে। আর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন অভিদাস প্রীতম,অর্ক সাহা,অপূর্ব চক্রবর্তী ও সুকেশ দেবনাথ।

আন্দোলনকারীরা জানান, অনশনের দ্বিতীয় দিনে প্রথমে তিন জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাদের কয়েকজনকে অনশনস্থলেই ডাক্তার এসে স্যালাইন দিয়ে গেছেন।