স্কুলছাত্র কাউসার হত্যায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

আদালতঢাকার কামরাঙ্গীরচরে চয়ন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র কাউসারকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো আলতাফ হোসেন ও তার স্ত্রী ফরিদা, জামির আলী এবং শাহজাহান।
তিন আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন আদালত। জামির পলাতক রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ১৬ মে আসামিরা টাকার জন্য কাউসারকে অপহরণ করে। পরে কউসারের বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় তারা। এ ঘটনায় কাউসারের বাবা কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর কাউসারের পরিবারের লোকজন একই বছরের ১৯ মে নবাবগঞ্জে অপহরণকারীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দেন। কিন্তু অপহরণকারীরা এর আগে ১৭ মে রাতে কাউসারকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।