মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক)৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি (নম্বর-১২) করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
আসামিরা হলেন মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরী, ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুন নাহার।
প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ২০১১ সালের ১৪ জুলাই থেকে ২০১৪ সালের ৪ জুনের মধ্যে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটে।
তিনি জানান, আসামিরা পরস্পর যোগসাজশে অবৈধ প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে তুলে নিয়ে আত্মসাৎ করেন। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।