একাধিক প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না: ড. রফিকুল ইসলাম

 

মুজিব শতবর্ষ উদযাপনে ইউল্যাবের কর্মসূচি বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামবাঙালির স্বাধীনতার সংগ্রাম এবং এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও ত্যাগের বিষয়ে সঠিক ইতিহাস জানার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘দেশের একাধিক প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালালে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পাবে। কারণ, তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ।’

সোমবার (২৭ জানুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ধানমন্ডি ক্যাম্পাসে ‘মুজিব শতবর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, তারপর প্রায় তিন দশক বাংলাদেশের স্বাধীনতার বিকৃত ইতিহাস পরিবেশিত হয়েছে। সেজন্য আমাদের একাধিক প্রজন্ম মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নন। একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইউল্যাব মনে করে, শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের ইতিহাস ও বঙ্গবন্ধুর নেতৃত্বে কীভাবে বাঙালি জাতি প্রথম দক্ষিণ এশিয়ায় একটি রাষ্ট্র সৃষ্টি করতে পেরেছে, এটি জানিয়ে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য।’

উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের কাছে মুজিববর্ষের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। তিনি মুজিববর্ষে ইউল্যাব-এর কর্মসূচি তুলে ধরেন এবং ইউল্যাব কেন গুরুত্বের সঙ্গে মুজিববর্ষ পালন করছে সে বিষয়ে জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইউল্যাব উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে। এর মধ্য দিয়েই ইউল্যাব মুজিব শতবর্ষের কর্মসূচি শুরু করবে। মুজিববর্ষে ইউল্যাবের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে- স্মারকগ্রন্থ প্রকাশ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ভ্রমণ, বিভিন্ন বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর ওপর লেকচার সিরিজ, পুস্তক প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব-ডে কার্যক্রম, শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা, অনলাইনে ওয়েবপেজ তৈরি, ইউল্যাব লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, বঙ্গবন্ধু ফেয়ার-প্লে কাপ আয়োজন ইত্যাদি।

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও উপাচার্য অধ্যাপক জহিরুল হক ছাড়াও ইউল্যাব মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক ও ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহানা মঞ্জুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ছবি: সাজ্জাদ হোসেন