এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

এ কে আজাদ



হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আজাদের কাছে সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। আজাদের স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণীও চেয়েছে দুদক।
সোমবার (২৭ জানুয়ারি) দুদকের পরিচালক কাজী শফিকুল আলম নোটিশটি পাঠান। ২১ কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল করতে বলা হয়েছে আজাদকে। নোটিশ পাঠানোর বিষয়টি দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।
বিজিএমইএ’র সাবেক সভাপতি এ কে আজাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দৈনিক সমকালের প্রকাশক। শাহজালাল ইসলামী ব্যাংকেরও পরিচালক তিনি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতেই আজাদের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে জানান দুদকের এক শীর্ষ কর্মকর্তা।  
আজাদকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘২০০৭ সালের ১৪ জুন থেকে বর্তমান সময় পর্যন্ত আপনার নিজের, স্ত্রীর এবং আপনার ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে বা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ (২) ধারায় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৮ সালের ২২ মে এ কে আজাদকে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি দল জিজ্ঞাসাবাদ করে তাকে।