নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান তাবিথের

নির্বাচনি প্রচারে তাবিথ আউয়ালবৃষ্টিতে ভিজে নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বারিধারা ও নর্দ্দা এলাকায় প্রচার চালান তিনি।

ভোটারদের উদ্দেশে তাবিথ বলেন, ‘সব অবস্থায় আপনারা প্রস্তুত থাকবেন। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভয়ের কিছু নেই। আপনারা ধানের শীষে ভোট দেবেন। আপনাদের অধিকার চর্চা করবেন। নাগরিক দায়িত্ব পালন করবেন।’

ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশনকে সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তাবিথ আউয়াল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ভালোভাবেই জানে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে গেলে কী কী পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সব পরিস্থিতিতে যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন—তা কমিশনকেই নিশ্চিত করতে হবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘হামলা মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করেন। হামলা মামলা করে সরকার আমাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে।’

ডিএনসিসির নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী বলেন, ‘যেভাবে ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি, তাতে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ভোটকেন্দ্রে যাবো, আমাদের পোলিং এজেন্টরা যাবেন, প্রার্থীরা যাবেন। ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটাররা বৃষ্টি ও শীত উপেক্ষা করে আমার কথা শুনছেন, আমাকে আশ্বস্ত করছেন।’

তাবিথের গণসংযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, হাবিবুর রহমান হাবিব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ অংশ নেন।