ইশরাকের নিজ কেন্দ্রেই ছিল না ধানের শীষের এজেন্ট

ভোট প্রদানের পর ইশরাক হোসেন

ভোট শুরু হওয়ার প্রায় একঘণ্টা পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নিজ কেন্দ্রে তার পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার সময় এই তথ্য জানতে পারেন তিনি।

পোলিং এজেন্ট না থাকার কারণ জানতে চাইলে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টি মাত্র আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কেন নেই বিষয়টি দেখবো এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করবো।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে সকাল ৯টার পরে ইশরাক নিজেই পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দেন।  

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে এই কেন্দ্রের সামনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। এই কারণে বিএনপির পোলিং এজেন্ট এলেও কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন বলেন, ‘১৬ নং ওয়ার্ডের বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী সিরাজুল ইসলামের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। এই ওয়ার্ডের কালাবাগান খান হাসান স্কুল কেন্দ্রে নিজের পোলিং এজেন্ট নিয়ে প্রবেশ করতে চাইলে তাকে মারধর করা হয়।’

এছাড়া ২২ নং ওয়ার্ডের হাজারীবাগ থানার সালেহা স্কুল ও নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮ নং ওয়ার্ড, ২২ নং ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।