শান্তিপূর্ণ ভোট আশা করে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পোস্টঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এই আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘আমরা ঢাকার ভোটারদের জন্য একটি শান্তিপূর্ণ সিটি করপোরেশন নির্বাচন কামনা করি, যাতে আগ্রহী ভোটাররা নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য স্বাধীনভাবে নিজের গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারেন।’
এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্লাইটারসহ বেশ কয়েকজন রাষ্ট্রদূত রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে ৩০ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বলেছিলেন, ‘ঢাকায় অবস্থিত কূটনীতিক ও নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোটকেন্দ্রগুলোতে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেওয়ার অধিকারকে সম্মান জানাবে এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করা হবে।’