শিল্পকলা থেকে ঘোষণা হবে দক্ষিণ সিটি নির্বাচনের ফল

শিল্পকলা একাডেমি থেকে দক্ষিণের ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে

ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে শিল্পকলা একাডেমি থেকে। এরই মধ্যে ফলাফল ঘোষণার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ফলাফল ঘোষণার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে শিল্পকলায়।’

জানা যায়, বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার। এরপর একীভূত তথ্য নিয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার।






ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র সাঈদ খোকনের জায়গায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী করা হয়েছে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে। এই সিটি করপোরেশনে পরিবর্তন এসেছে বিএনপির প্রার্থীর ক্ষেত্রেও। পাঁচ বছর আগে পরাজিত প্রার্থী মির্জা আব্বাসের জায়গায় এবার প্রার্থী করা হয়েছে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। দুই সিটিতেই একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি, ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮টি।