ভোটার কম, নেতাকর্মীদের সমাগমই বেশি

ফাঁকা ভোটকেন্দ্রভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির চেয়ে নেতাকর্মীদের সমাগমই বেশি দেখা গেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজিমপুর, লালবাগ, বাংলাবাজার, ওয়ারীসহ পুরান ঢাকার বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ওই এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে জানা গেছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

সরেজমিন দেখা যায়, ভোটকেন্দ্রে অবসর সময় পার করছেন কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসাররা। কিন্তু কেন্দ্রের বাইরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা জটলা করে আছে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে ভোটার আছে কিনা।

দুপুর পর্যন্ত ভোটার সংখ্যা কম কেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটির ৬৪৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইফতেখারুল ইসলাম বলেন, ‘ভোটাররা এই টেকনোলজি হয়তো একসেপ্ট করতে পারেনি। তাই তারা ভোট দিতে আসছে না। এই বিষয়টি আরও পরিচিত করতে পারলে হয়তো ভোটারদের সমাগম বেশি হতো।’

একই বিষয়ে ৫৯৭ নম্বর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘ভোটাররা হয়তো এখন আর ভোট দিতে স্বাচ্ছ্ন্দ্যবোধ করেন না। তাই হয়তো ভোটের প্রতি আগ্রহ নেই তাদের। ভেবেছিলাম শীতের সকাল হওয়ায় হয়তো কম ভোটার আসছে, কিন্তু দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়েনি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হাসিব উদ্দিন রসি বলেন, ‘লালবাগ অংশে ভোটার উপস্থিতি ভালোই আছে। কিন্তু আজিমপুর অংশে কম। কিন্তু কেন ভোটাররা ভোট দিতে আসছেন না সে বিষয়ে কিছু বলতে পারছি না। কোনও পক্ষের লোকজন যেন বিশৃঙ্খলা করতে না পারে তাই আমাদের নেতাকর্মীরা বাইরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছেন।’

84455198_178788706864213_5950774929178755072_nএদিকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে, পুরান ঢাকার আরমানিটোলার আহমেদ বাওয়ানী অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫৩৫ নম্বর ভোটকেন্দ্রে ১ হাজার ৮৩৭ ভোটার থাকলেও ভোট পড়েছে ৩৪০টি, আওলাদ হোসেন লেনের ফকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮৬ নম্বর ভোটকেন্দ্রে ১ হাজার ১৬৭-এর মধ্যে ভোট পেড়ছে ১৮০টি এবং ৫৮৭ নম্বর ভোটকেন্দ্রে ১ হাজার ২৩৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১১৭টি, ৫৯৭ নম্বর বুলবুল ললিতকলা অ্যাকাডেমি ভোটকেন্দ্রে ২ হাজার ২৭৭ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৪৯৪টি, ৫৯৮ নম্বর বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১ হাজার ৩১২ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২০০টি এবং ৬৪৫ নম্বর ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ হাজার ২৫২ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ২০০টি।