দক্ষিণের ২১টি ওয়ার্ডে বিজয়ী যারা

07ba89a0af02d03b3743389aae0560bf-5e2482c798a3a

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ২১টি ওয়ার্ডে বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী ওয়ার্ড ৭৩-শফিকুল ইসলাম, ওয়ার্ড ৭৪-আজিজুল হক, ওয়ার্ড ৭৫-আকবর হোসেন, ওয়ার্ড ২-আনিসুর রহমান, ওয়ার্ড ৩-মো. মাকসুদ হোসেন, ওয়ার্ড ৪-মো. জাকির হোসেন, ওয়ার্ড ১৩-মো এনামুল হক, ওয়ার্ড ১৯-আবুল বাশার, ওয়ার্ড ২০-ফরিদ উদ্দিন, ওয়ার্ড ১৪-ইলিয়াসুর রহমান, ওয়ার্ড ১৫-রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড ১৮-আসম ফেরদাউস আলম, ওয়ার্ড ৩৫-আবু সাইদ, ওয়ার্ড ৩৬-রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড ৩৭-আব্দুর রহমান মিয়াজী, ওয়ার্ড ৫৮-শফিকুর রহমান, ওয়ার্ড ৫৯-আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড ৬০-আনোয়ার হোসেন মজুমদার জয় পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে জয় পেয়েছেন ওয়ার্ড-২ মাকসুদা শমসের, ওয়ার্ড-৯ সাবিনা পারভীন, ওয়ার্ড-১০ শাসুন্নাহার ভূইয়া, ওয়ার্ড-১১ নাসরিন পুতুল, ওয়ার্ড-১৩ শাহীনুর বেগম, ওয়ার্ড-১৪ লাভলী চৌধুরী, ওয়ার্ড-১৬ নাসিমা আহম্মেদ, ওয়ার্ড-২২ মাহফুজা আক্তার, ওয়ার্ড-২৩ নিলুফা ইয়াসমিন, ওয়ার্ড-২০ নাসরিন আহস্মেদ, ওয়ার্ড-১ ফারজানা ইয়াসমিন, ওয়ার্ড-৫ সৈয়দা রোকসানা আক্তার চামেলী, ওয়ার্ড-৭ শিরিন গাফ্ফার, ওয়ার্ড-১২ সুরাইয়া বেগম, ওয়ার্ড-২৫ সাহিদা বেগম। ওয়ার্ড-৮ এর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন।