ঢাবিতে হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। মিছিলে একটি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভাঙচুরের সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে জানিয়েছে ছাত্রদল।
সেখানকার চা বিক্রেতা শ্যামল সরদার ও চান মিয়া বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ গেট থেকে ‘হরতাল-হরতাল’ স্লোগানে একটি মিছিল যেতে দেখেন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি সিএনজি ও বাসে হামলা করে।’ এদিকে শহীদ মিনার এলাকায় জগন্নাথ হলের সামনে ভাঙচুর করা একটি সিএনজি দেখা গেছে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সকাল থেকে হরতালের ডাকে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকি। পরে বেলা সোয়া ১১টার দিকে মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে জগন্নাথ হলে যাই। সেখানে ২ শতাধিক নেতাকর্মীসহ উপস্থিত ছিলাম। হরতাল পালনে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।’
ভাঙচুর করা সিএনজিএ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও ভাঙচুর করিনি। শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। এমন পরিস্থিতিতে আমরা এ ধরনের কাজ করতে পারি না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। কোনও অপশক্তি ক্যাম্পাসে অশুভ কার্যক্রম করতে চাইলে তা মোকাবিলা করেই বিশ্ববিদ্যালয়কে সেশনজট থেকে মুক্ত করবো।’