ঢাকায় চার দেশের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সভা কাল

সিভিল এভিয়েশন অথরিটিঢাকায় দুই দিনব্যাপী চার দেশের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন গ্রুপের সভা ৫ জানুয়ারি শুরু হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড নিয়ে গঠিত বিআইএমটি এয়ার ট্রাফিক ম্যাজেমেন্ট  কোঅর্ডিনেশন গ্রুপের ৭ম সভার  ট্রাফিক ম্যাজেমেন্ট  সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ‘ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও)  প্রতিবেশী রাষ্ট্রগুলোর এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয়ের জন্য একটি কোঅর্ডিনেশন গ্রুপের তৈরি করে দিয়েছে। এ গ্রুপে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড রয়েছে।  প্রতি বছর এ গ্রুপের সভা অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ৫-৬ ফেব্রুয়ারি ৭ম সভায় প্রত্যেক দেশের এয়ার  ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হবে। সমস্যা থাকলে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হবে।’

জানা গেছে, সভায় পাশের দেশগুলোর মধ্যে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়ে থাকে। একইসঙ্গে বিভিন্ন সমস্যা নিরসনে কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের আকাশসীমায় উড্ডয়নকারী বিমানের নিরাপত্তা,  এয়ারট্রাফিক সার্ভিস, সার্চ অ্যান্ড রেসকিউ সার্ভিস ইত্যাদি বিষয় আলোচনায় আসবে।