ভারতকে হারিয়ে ট্রফি জেতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উল্লাস

ঢাবি

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে বিজয় উল্লাস করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন তারা।

এদিকে, টিএসসিতে বড় পর্দায় শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে ডাকসু। বিকাল থেকেই প্রায় এক হাজার শিক্ষার্থী ও অন্যান্য মানুষ সেখানে খেলা দেখতে আসেন।

বাংলাদেশের খেলার ভালো মুহূর্তে সবাই একসঙ্গে চিৎকার দিয়ে অভিনন্দন জানিয়েছে টাইগারদের। আবার খারাপ সময়ে মাথা হাত বা নীরব হয়ে থাকতে দেখা গেছে অনেককে। টাখেলা শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে শতাধিক শিক্ষার্থীকে বিজয় উল্লাস করতে দেখা গেছে। এরমধ্যে কিছু শিক্ষার্থী সীমান্ত হত্যার বিচার দাবি করে সেখানে দাঁড়িয়েছেন। সেখানে ১৬ দিন ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ। তার নেতৃত্বে আরও বেশ কিছু শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল সীমান্তে হত্যার বিচার দাবিতে।