কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভায় গেলেন ঢাবি ভিসি

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অবশেষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভায় যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।  সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

ওই সভায় সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। এর আগে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে অনেকগুলো সভায় হয়েছিল। কোনোটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করেননি।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আলোচনা উত্থাপন করেন বলে জানা যায়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে যে সভা হয়েছিল, সেই সভার মতামত ইউজিসিতে উত্থাপন করেন উপাচার্য।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে কোরাম রয়েছে, তাদের যুক্তি, ও মতামতগুলো সভায় উত্থাপন করেছি। অর্থাৎ আমাদের অবস্থান তুলে ধরেছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় আমরা যাবো কিনা, তা আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে চূড়ান্ত করা হবে।’

জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ, , জাতীয় অধ্যাপক, ইমেরিটাস  অধ্যাপক, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের নিয়ে একটি সভায় হয়েছিল। সেখানে তারা সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে মত দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস  অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ৯ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘আমিও দুই কারণে এ পদ্ধতির পক্ষে না। প্রথমত, আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এর ফলগুলো নির্ভরযোগ্য হয় না। এ পদ্ধতিতে সব গ্রুপের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, যার কারণে পদ্ধতি আরও জটিল হবে। আর সবাইকে একসঙ্গে  পরীক্ষা নেওয়ার মতো কোনও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নাই।  দ্বিতীয়ত, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হওয়া উচিত। আবার স্বায়ত্তশাসনের দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি হচ্ছে, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থী বাছাই করা। এটি তাদের নিজেদের সিদ্ধান্ত।  শিক্ষক নিয়োগেরও যেমন অধিকার থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের, তেমনই ছাত্র বাছাইয়েরও অধিকার থাকা উচিত।  তাই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন খর্ব করে কেন্দ্রীয় পদ্ধতিতে যাওয়া উচিত হবে না। ’

ওই সভার মতামতকে ডাকসুও সমর্থন করেছে। গত ৮ ফেব্রুয়ারি ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় বিপক্ষে সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয়।