জাহালম কাণ্ডে ক্ষতিপূরণ মামলার রায় যেকোনও দিন

হাইকোর্টভুল আসামি করে টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমের কারাভোগের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা মামলাটি যেকোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন হাইকোর্ট। জাহালমের ঘটনায় জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান।
এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সেদিন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত। এর পরিপ্রেক্ষিতে আদালত জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।
এদিকে হাইকোর্টের আদেশে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি জাহালম কারাগার থেকে ছাড়া পান। এর ধারাবাহিকতায় জাহালমকাণ্ডে জারিকৃত রুলের ওপর শুনানি শুরু করেন হাইকোর্ট।

আরও পড়ুন...

হাইকোর্টে থাকা জাহালম সংক্রান্ত মামলার কার্যক্রম আপিলে স্থগিত