শিশুপ্রহরে বিশেষ নিরাপত্তা কাল

শিশুপ্রহরে শিশুদের ভিড় (ফাইল ছবি)বাংলা বর্ষপঞ্জি সংস্কারের কারণে এবার পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একই দিনে (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) পড়েছে। আবার এ দিন শুক্রবার হওয়ায় শিশুদের জন্য অমর একুশে গ্রন্থমেলায় থাকছে ‘শিশুপ্রহর’। একই দিনে এতগুলো ইভেন্টের অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলা একাডেমি। শিশুরা যেন অতিরিক্ত ভিড়ের চাপে সমস্যায় না পড়ে এ জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির বিপণন বিভাগের পরিচালক ও অমর একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার শিশুপ্রহর থাকবে। শিশু চত্বরের যে স্টেজ আছে, খোলা জায়গা আছে— এগুলোর বিষয়ে ইতোমধ্যে কথা বলেছি। সিসিমপুরের লোকজন আজও আসবে, তাদের সঙ্গে আমরা বৈঠক করবো। এই চাপে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ নিয়ে বিশেষ পরিকল্পনা করেছি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তাদের সঙ্গে আবার বসবো। মানুষ যাতে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হবে।’
জালাল আহমেদ বলেন, ‘জনস্রোতে রাস্তায় মানুষের ওপর যেন চাপ না পড়ে, সেজন্য আমরা ব্যবস্থা নেবো। মানুষ একজায়গায় যেন কেন্দ্রীভূত না হয় সেদিকে খেয়াল রাখবো।’
বইমেলা আয়োজক কমিটির এই সদস্য সচিব বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে মেলার প্রবেশপথ দিয়ে যেন সহজে প্রবেশ করা যায়। মানুষ যেন সহজেই ঢুকতে পারে এবং বেরিয়ে যেতে পারে। এ জন্য আমাদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে।’