ফাগুনের আবহে রঙিন বইমেলা (ফটোস্টোরি)

আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে আজই আবার আন্তর্জাতিক ভালোবাসা দিবস। বাংলা ক্যালেন্ডার সংশোধনের কারণে এই প্রথম বারের মতো দুটি উৎসব একই দিনে পালিত হচ্ছে। এদিকে দিনটি শুক্রবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। সেকারণে সকাল থেকেই জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। ছুটির দিন হওয়ায় সপরিবারে মেলা ঘুরতে এসেছেন অনেকে। ছোট বাচ্চাদের কলতানে মুখরিত হয়ে ওঠে বইমেলার শিশুকর্নার। এছাড়াও প্রাঙ্গণে ফাগুনের রঙ ছড়াচ্ছেন তরুণ-তরুণীরা। বসন্তবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়ও আয়োজিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানেও ছিল দর্শকশ্রোতার উপচেপড়া ভিড়।          

বইমেলা

বইমেলা

বইমেলায় জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল

বইমেলা

বইমেলা

বইমেলা

বইমেলা

চারুকলায় উৎসব

চারুকলায় উৎসব

চারুকলায় বসন্তবরণ উৎসব

তরুণ-তরুণীর মানসপটে ফাগুনের রঙে রাঙিয়ে যাচ্ছে ভালোবাসা দিবসের রঙ