বসন্ত উৎসবে ভালোবাসার রঙ (ফটোস্টোরি)

ফাল্গুনের বাসন্তী আবহের সঙ্গে ভালোবাসা দিবসের চনমনে রঙ মিলেমিশে ভিন্ন মাত্রা যোগ করেছে এবারের বসন্তবরণে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে ঋতুরাজ বসন্তের প্রথম দিনটিকে। এদিকে সরকারি ছুটির দিন হওয়ায় উৎসবে ভিন্ন মাত্রা দিয়েছে পারিবারিক আবহ। দিনের শুরুতেই চারুকলায় রঙিন সাজে সজ্জিত হয়ে নাচে-গানে জমিয়ে তোলা হয় বসন্তবরণ মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রঙ খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা। উপস্থিতির চোখে-মুখে খুশির ঝিলিকে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়ে অঙ্গনে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পক্ষ থেকেও বৈচিত্র্যময় নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও উৎসবে অংশ নিয়েছেন অনেক দর্শনার্থী, থেকে থেকে গুটি গুটি পায়ে মুগ্ধতা ছড়িয়ে ঘুরতে দেখা গেছে অনেক হৃদয়গ্রাহী যুগলকেও। তাই বলতেই হয়: ফাগুনের আগুন দিনে কুহুতান নেই, তবুও কোকিলে উড়ছে ফানুস, বসন্ত এসেছে জানুক মানুষ...

ফাগুনের আগুন দিনে কুহুতান নেই, তবুও কোকিলে উড়ছে ফানুস, বসন্ত এসেছে জানুক মানুষ...বসন্ত এসে গেছে...চারুকলায় বসন্তবরণ

উৎসবে মুখরিত প্রাঙ্গণ

রঙের ডালায় আনন্দযাপন

রঙ খেলা

বাতাসে বসন্তের ছোঁয়া

হৃদয়ে দোলা দেওয়া ফাগুনের রঙ খেলা...

ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপস্থাপনা

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল

চারুকলায় বসন্তবরণ

চারুকলার উৎসবে দর্শনার্থীপরিবার নিয়ে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপন

 

ফাগুন আর ভালোবাসা দিবস মিশে গেছে যুগল চোখের চাহনিতে

নিভৃত যুগলের হেঁটে চলা

চারুকলায় বসন্তবরণের আবহে ছিল ভালোবাসা দিবসের অনুষঙ্গ

আরও খবর: ফাগুনের আবহে রঙিন বইমেলা (ফটোস্টোরি)