পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

কোস্ট গার্ডের রজতজয়ন্তী অনুষ্ঠান

কোস্ট গার্ডের উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পদক পেয়েছেন ৪০ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে ৪ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রজতজয়ন্তীতে (২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোস্টগার্ড সদস্যদের হাতে পদক তুলে দেন তিনি।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেলেন যারা

ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক

কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক

সার্জন কমান্ডার এম নূর নবী,‌ কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী, ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক

কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হাসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম,‌‌ মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, নৌবাহিনী প্রধান, বিজিবি প্রধান, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মহাপরিচালকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।