কোয়ারেন্টাইন শেষ, বাড়ি ফিরছেন উহানফেরতরা

 

কোয়ারেন্টাইন শেষ; বাড়ি ফিরছেন উহানফেরতরা

বাড়ি ফিরে যাচ্ছেন আশকোনা হাজিক্যাম্পে কোয়ারেন্টাইন অবস্থায় থাকা চীনের উহান থেকে ফেরা বাংলাদেশিরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটায় তাদের সর্বশেষ স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা আজ বাড়ি ফিরবেন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেখানে উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এবং আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন। মুশতাক হোসেনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশে প্রথমবারের মতো ৩১২জনকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়।

এর আগে আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, শনিবার বিকাল থেকে তাদের সবশেষ স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হবে। সেখানে চারটি ডেস্কে তাদের সবধরনের কার্যক্রম চলবে। পরীক্ষা শেষে তাদের স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেওয়া হবে।

কোয়ারেন্টাইন শেষ; বাড়ি ফিরছেন উহানফেরতরা