মুজিববর্ষে রাজধানীতে রংচটা গাড়ি চলবে না

CCI_000349

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে রাজধানী ঢাকায় কোনও ধরনের রংচটা ও লক্কড়-ঝক্কড় গাড়ি চালানো হবে না। এই ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, সভায় মহানগরীর সব মালিক ও শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে আমরা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। এগুলো হচ্ছে— মুজিববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় রংচটা ও লক্কড়-ঝক্কড় কোনও গাড়ি চলবে না। সব গাড়ি দৃষ্টিনন্দন করে চালানো হবে। সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ক্ষণগণনার ঘড়ি স্থাপন করা হবে। ওইদিন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয়ে র‌্যালির আয়োজন করা হবে।
সভায় ঢাকার সব বাস মালিক সমিতি, রুট মালিক সমিতি, পরিবহন কোম্পানি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।